• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঘাইড় মাছ বিক্রি করে শাস্তির মুখে কারবারি

  হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

২৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৬
বাঘাইড় মাছ বিক্রি করে শাস্তির মুখে কারবারি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে নিষিদ্ধ বাঘাইড় মাছ ধরায় এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। প্রায় ২৫ কেজি ওজনের মাছটি বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইনের পরিপন্থি হওয়ায় মাঝ বিক্রেতা সাজু মিয়াকে পাঁচশ টাকা জরিমানা করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।

পরে জব্দকৃত মাছটি স্থানীয় এক এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, মাছ বিক্রেতা সাজু মিয়া ব্রহ্মপুত্র নদ থেকে ধরা ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি থানাহাট পাম্পের সামনে বিক্রি করার চেষ্টা করছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজনসহ মাছটি জব্দ করা হয়। পরে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাছ বিক্রেতা সাজু মিয়াকে পাঁচশ টাকা জরিমানা করে। পরবর্তীকালে জব্দকৃত মাছটি স্থানীয় এক এতিমখানায় প্রদান করেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম জানান, সরকারি বিধিবিধান না মেনে অনেকে বিপন্ন প্রায় মৎস্য আহরণ করছেন। সরকারিভাবে তফশিলভুক্ত বিপন্ন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই আলোকে সরকারের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৬ অনুযায়ী মাছটি জব্দ করা হয়েছে এবং ধারা ৩৯ অনুযায়ী পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরার কারণে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইনে ভ্রাম্যমাণ আদালতে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫শ টাকা জরিমানা ও মাছটি জব্দ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড