• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন ২০৪১ সালে আধুনিক স্মার্ট বাংলাদেশের’

  এস এম মিজানুর রহমান মজনু, ভালুকা (ময়মনসিংহ)

২৭ জানুয়ারি ২০২৩, ১২:১৫
‘প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন ২০৪১ সালে আধুনিক স্মার্ট বাংলাদেশের’
বক্তব্য রাখছেন ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (ছবি : অধিকার)

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যে কিভাবে হচ্ছে, অগ্রযাত্রা কিভাবে এগিয়ে যাচ্ছে। তা ভালুকা আসলেই বোঝা যায়। এখানে বড় বড় শিল্প-প্রতিষ্ঠান, কলকারখানা রয়েছে। এখানে অর্থনীতির চাকা যেভাবে ঘুরছে তা এটাই বোঝাই যে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন ২০৪১ সালে একটি আধুনিক, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভালুকা পৌর মাইক্রোস্ট্যান্ড মাঠে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেছেন, এখানে যে নারীরা রয়েছেন, তারা ঘরে বসে নেই। তারা কিন্তু আজকে কলের চাকা, সুই-সুতা দিয়ে আমাদের অর্থনীতির চাকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালে মা-বোন সবাইকে নিয়ে আমরা সেই আমাদের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ব, এই আশাবাদ ব্যক্ত করেন। সরকার নির্ধারিত ১০৩ টাকার বিনিময়ে আগামী মাসের ২৬ তারিখ ময়মনসিংহ জেলায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৯৫ জন পুলিশে চাকরি পাবে। এ বিষয়ে কাউকে কোনভাবে একটি টাকাও আপনারা দিবেন না। যদি কেউ আর্থিক অনিয়মে জড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।

এসপি আরও বলেছেন, আমরা জানি ভালুকা শিল্পোন্নত একটি জায়গা। এখানে জায়গা-জমি বা ভূমি নিয়ে কোনো ভূমিদস্যু এখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনরকম ভূমিদস্যু যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটাবেন।

তিনি গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেছেন, আপনাদেরকে মনে করি, আপনারা আমাদের পুলিশের সদস্য। আপনাদের সুখে-দুঃখে আপনাদের সব কিছুতেই আমাদের পাশে পাবেন। কিন্তু আপনাদেরকে কথা দিতে হবে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এসব রোধে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আপনাদের বিপদে-আপদে পাশে থাকব।

মাছুম আহাম্মদ ভূঞা বলেছেন, আমাদের এই দেশ ৩০ লক্ষ মা-বোনের শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশ কোন জঙ্গি দেশে পরিণত হোক তা আমরা চাই না। এদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এ দেশকে কোনোভাবেই আফগানিস্তান হতে দেওয়া যাবে না। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে আপনাদের বলিষ্ঠ অবস্থান দেখতে চাই। আপনাদের সাথে নিয়ে আমরা আগামী দিনের সুখী সমৃদ্ধ ভালুকা তথা ময়মনসিংহ গড়ব ইনশাআল্লাহ।

বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহিরুল আলম ঢালী, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুল হাসান পাঠান কামাল ও মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আকরাম হোসাইন।

এছাড়াও ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. আবুল হাশেম, হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রিয়াদ মাহমুদ, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি আই) মোহাম্মদ সোহেল রহমান, উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন, উপজেলার সকল চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আ. লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভালুকা মডেল থানার অফিসারগণ, পুলিশ সদস্যরা ও গ্রাম পুলিশসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

পরে বক্তব্য শেষে দুস্থ, অসহায় ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এর আগে পুলিশ সুপারকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন ভালুকা মডেল থানা পুলিশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড