• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপ্তাইয়ের রাইখালী গভীর জঙ্গলে দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১ 

  কবির হোসেন, কাপ্তাই  (রাঙ্গামাটি)

২৬ জানুয়ারি ২০২৩, ১৬:৩১
বন্ধুকযুদ্ব

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী গভীর জঙ্গলে গংগ্রিছড়া এলাকায় দু'আঞ্চলিক দলের মধ্যে বন্ধুকযুদ্বে ১জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় অজ্ঞতা নামা গুলিবিদ্ধ লাশকে চন্দ্রঘোনা থানা রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি)। বুধবার রাইখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া নামক এলাকায় গভীর জঙ্গলে বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত জেএসএস এবং এমএনপির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঐ এলাকা হতে রাত বারটার পর তিনটি গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞতা নামা একটি লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা নিয়ে আসে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান আঞ্চলিক দু'দলের মধ্যে বন্ধুকযুদ্বের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করি। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা পরিচয়ের চেষ্টা করছি।লাশ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। তবে কোন কোন দলের মধ্যে সংঘর্ষ হয়েছে জানাতে পারেননি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবি ও ক্যাপশন- কাপ্তাইয়ের রাইখালী গংগ্রিছড়া গভীর জঙ্গল হতে আঞ্চলিক দু'দলের বন্ধুকযুদ্বে নিহত অজ্ঞতা ব্যক্তির লাশ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড