মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল অনুমানিক ৮টার দিকে (বগুড়া-নাটোর) মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ৫৫ বছর।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল অনুমানিক ৮টার দিকে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানিয়েছেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তি পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড