হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় পীর-মুরিদসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পীর ফজলুল হক ও মুরিদ নজরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সানিয়াজান দাখিল মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় রিফাত নামে আরও একজন আহত হয়েছে।
নিহত ফজলুল হক পীর সাহেবের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর এলাকায় ও মুরিদ নজরুল ইসলাম সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার সোলেমান আলীর ছেলে। আহত রিফাত নিহত নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, ওই উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের সানিয়াজান দাখিল মাদরাসা মোড়ে মঙ্গলবার রাতে ১০টার পরে একটি ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফজলুল হক পীর সাহেব ও তার মুরিদ নজরুল ইসলামসহ ৩ জন গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন নিহত হয়।
এর আগে সকালে একই সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড