নেহাল আহম্মেদ প্রান্ত, আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে দুই মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ জেলার সদর উপজেলার আদন্দ নগর এলাকার মনছুর আলীর ছেলে আমিনুর ইসলাম (২৮) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পারসুন এলাকার মৃত মহন্তের ছেলে শ্রী নয়ন (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে গাঁজা সেবনের সময় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পূর্ব ঢাকা রোড সংলগ্ন এলাকায় নুরুলের চাতাল থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে ৫০০ টাকা জরিমানা ও এক মাসের জেল দেওয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড