সোহেল রানা, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দুই মাস পর মেয়ের জামাইকে নিয়ে শাশুড়ির উধাও হওয়ার ঘটনা ঘটেছে। গত ৫ দিন আগে ঘটনাটি ঘটলেও বুধবার সকালে বিষয়টি সকলের মাঝে জানাজানি হয়। এঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের মন্টুর ছেলে সুলতান খাঁর সাথে গত ২মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় একই গ্রামের আলমের মেয়ে আশা খাতুনের। বিয়ের ২ মাসের মাথায় মেয়ে জামাই সুলতানের সাথে উধাও হন শাশুড়ি হাফিজা।
স্থানীয়রা জানান, হাফিজা খাতুনের মেয়ে আশা ছাড়াও ১৫ বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের আগে শ্বাশুড়ি হাফিজা ও তার মেয়ের জামাই সুলতানকে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়েছিল।
এ বিষয়ে পোতাজিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন সে বাড়িতে ছিলোনা। তবে বাড়ি এসে এমনটাই জানতে পারে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড