সেলিম রেজা, সাপাহার (নওগাঁ)
নওগাঁর সাপাহারে গলায় ফাঁস দিয়ে খুশি আক্তার (১৮) নামে এক মাদরাসাছাত্রী আত্মহত্যা করেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর গ্রামে ঘটনাটি ঘটে।
খুশি আক্তার উপজেলার চাচাহার ফাজিল মাদরাসার এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। খুশি আক্তার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খুশি আক্তার। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলমান।
সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খুশি আক্তারের আত্মহত্যার কারণ জানা যায়নি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড