নাসিম আজাদ, স্টাফ রিপোর্টার (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ইট বোঝাই চলন্ত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাবিব মিয়া (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাবিব শিমুলিয়ারটেক আবাসন প্রকল্পের বাসিন্দা বুলু মিয়ার ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার রেজাউল করিম টিটু জানান, মঙ্গলবার সকালে হাবিব নামে এক শ্রমিক আবাসন প্রকল্প এলাকার বাসা থেকে মতিন মিয়ার মালিকানাধীন একটি ইট বহনকারী ট্রলিতে কাজ করতে যান। পরে ডাঙ্গার গালিমপুর এলাকার একটি ইট ভাটা থেকে ওই ট্রলিতে ইট বোঝাই করা হয়।
তিনি আরও জানান, এদিন দুপুর ১২টার দিকে ইট বোঝাই করে ঘোড়াশালে আসার পথে ভিরিন্দা সড়কে চলন্ত ওই ট্রলির উপর থেকে নিচে পড়ে যায় হাবিব। এতে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আবাসন প্রকল্পে নিয়ে আসে।
ট্রলির মালিক মতিন জানিয়েছেন, গালিমপুরের ইটভাটা থেকে ঘোড়াশালে আসার উদ্দেশ্যে চালক তোফাজ্জল ইট বোঝাই করেন। পরে ভিরিন্দা সড়কে আসার পর ট্রলির উপর থেকে পিছলে নিচে পড়ে হাবিব মারা যায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড