তন্ময় সাহা, রায়পুরা (নরসিংদী)
নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার) ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত সোমবার (২৩ জানুয়ারি) রাতে নরসিংদী জেলা নির্বাচন অফিসার ও রায়পুরা উপজেলা পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়সূচি প্রকাশ করে। রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৯ ফেব্রুয়ারি। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ১৬ মার্চ হবে ভোটগ্রহণ।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যাওয়ায় নির্বাচন কমিশন উপ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা নির্বাচন অফিসার আজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনটি উপজেলার ১৬১ কেন্দ্রের সবগুলোতেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড