মো. শাহরিয়ার তুহিন, ডাসার (মাদারীপুর)
মাদারীপুরের ডাসার উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান তিনি জানান, সোমবার দুপুরে শিশু আমির হামজা স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীকালে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
তিনি জানিয়েছেন, পরবর্তীকালে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত বলে ঘোষণা করে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড