নজরুল ইসলাম শুভ, স্টাফ রিপোর্টার (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর আওয়ামী লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ জানুয়ারি) বিকালে সোনারগাঁ পৌর মার্কেট মাঠে কয়েক হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া, প্রধান বক্তা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
অনুষ্ঠানে বক্তারা বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও বেশি সু-সংগঠিত করতেই আজকের সম্মেলন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলে ত্যাগী ও পরিক্ষিত এবং দলের দুঃসময়ে যারা রাজপথের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। পদ পদবি নিয়ে কোনো নোংরা রাজনীতি করা যাবে না। বর্তমান সরকারের উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ বর্তমানে সারা দেশের মডেল। মনে রাখবেন কোনো ষড়যন্ত্রই মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রতিরোধ্য উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরও বলেন, আমরা ঐক্যবদ্ধ থেকে নবীন প্রবীণদের সমন্বয়ে সোনারগাঁ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা গাজী মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আতাউর রহমান, পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, আওয়ামী নেতা কবির হোসেন, আহবায়ক কমিটির সাবেক সদস্য নাছরিন সুলতানা ঝরা প্রমুখ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড