সুমন খান, লালমনিরহাট
লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজে আলী হত্যা মামলায় আলমগীর হোসেন আব্দুল্লাহ নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে- গত শুক্রবার রাতে পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে দুষ্কৃতকারীরা হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের পক্ষে নাহিদুজ্জামান প্রধান বাবু নামে একজনকে আসামি করে মামলা দেওয়া হয় পাটগ্রাম থানায়।
এরপর পুলিশের অভিযানে সন্দেহজনক ঐ মামলার প্রধান আসামির বন্ধু আলমগীর হোসেন আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে আসামিকে আদলতে প্রেরণ করা হবে।
জানা গেছে- রসুলগন্জ নিউ পুর্বপাড়া গ্রামের মৃত্যু আব্দুল মতিনের ছেলে আলগীর হোসেন আব্দুল্লাহ। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানায় প্রধান আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড