সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে সংঘর্ষে ২৪ জন গুলিবিদ্ধের ঘটনায় জড়িত সেই সাবেক ছাত্রলীগ নেতা আরিফকে রিমান্ডে এনে রেখে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সৌমিক ইসলাম হৃদয় জানান, আরিফকে রিমান্ডে এনে সংঘর্ষের ঘটনায় একাধিক অস্ত্রের ব্যবহার এবং নিয়ম বহিৃভূতভাবে লাইসেন্স করা বন্দুক ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পুনরায় জেলহাজতে প্রেরণ করেন। এর আগে তাকে পুলিশের দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
গতকাল রবিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিনই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দুপুরে একটি দলিলের নকল তোলাকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেন ও রুবেল গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় ২৪ জন গুলিবিদ্ধসহ অন্তত: ৩০ জন আহত হন।
রক্তক্ষয়ী সেই সংঘর্ষে বৈধ ও অবৈধ মিলে ৪টি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠে। ঘটনাস্থল থেকে পুলিশ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আরিফকে আটক এবং একটি একলানা বন্দুক ও একটি এয়ারগান, অব্যবহৃত গুলি এবং গুলির ঘোষা জব্দ করেন।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে দুইটি এবং পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মিলে মোট তিনটি মামলা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড