রফিক খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে ১১২ লিটার চোলাই মদসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আজ সোমবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকার মৃত হেমন্ত চন্দ্র দাসের ছেলে হারান চন্দ্র দাস (৬৪) ও মৃত জতীন্দ্র মনি দাসের ছেলে সজিব মনিদাস (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাটুরিয়া উপজেলার বাহ্রা এলাকা থেকে চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে ১২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ বারো হাজার টাকা। এ বিষয়ে সাটুরিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড