মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহীতে সাত মাসের বকেয়া বেতনের দাবিতে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের শ্রমিকরা মানববন্ধন করেছে। গতকাল রবিবার বেলা ১১টায় তারা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন।
শ্রমিকরা জানান, রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে ১১৯ জন শ্রমিক দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করেন। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।
এ অবস্থায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ নিয়ে তারা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও এতদিনেও বেতন দেওয়া হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেশম বোর্ড যেদিন বেতন দিবে সেদিন তাদের বেতন দেয়া হবে। বেতন পরিশোধ করা না হলে শ্রমিকরা কর্ম বিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড