মিজানুর রহমান মিজান, টেকনাফ (কক্সবাজার)
নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান ‘রণ বীর’ ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করেছে র্যাব।
দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি দল।
পরবর্তীকালে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র্যাব।
এর আগে গতকাল রবিবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান শুরু করে র্যাব। এদিন রাত থেকে শুরু হওয়া এ অভিযান আজ সোমবার সকালেও চলে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলি হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড