মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ আমতলী নামক স্থানে ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুরে দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দেড়টার সময় সদর উপজেলার আমতলী নামক স্থানে পৌঁছালে লোকাল সড়ক মহেশালীর দিক থেকে আসা একটি ট্রাকে সাথে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এতে ট্রাক চালক গুরুতর আহত হন। চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড