মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)
দীর্ঘ দুই মাসের বেশি সময় ধরে হারিয়ে যাওয়া নিখোঁজ বাক প্রতিবন্ধী কিশোর মো. বাতুল ইসলাম সাঈদের (১৪) সন্ধান মিলছে মালয়েশিয়ায় কেলাং বন্দরে। মো. বাতুল ইসলাম সাঈদ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ঝলম দক্ষিণ ইউনিয়ন সাতপুকুরিয়া গ্রামের দিনমজুর মো. ফারুক মিয়ার ছেলে।
পরিবারের ও স্থানীয় সূত্র জানা যায়, ছেলেটি গত দুইমাস আসে নিখোঁজ হয়েছ। ১৭ জানুয়ারি সময় রাত দশটায় মালয়েশিয়ায় কেলাং বন্দরে খালি কন্টেইনালে ভিতরে মো. বাতুল ইসলাম সাঈদের চিৎকার শুনতে পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষ। পরে বিভিন্ন গণমাধ্যম বাতুল ইসলাম ছবি দিয়ে খবর প্রকাশ করে। তাকে দেখে তখনি আমরা নিশ্চিত হই এটা এটা আমার হারিয়ে যাওয়া নিখোঁজ মো. বাতুল ইসলাম সাঈদ।
বাতুল ইসলাম পিতা মো. ফারুক মিয়া আরও বলেন, আমার তিন ছেলে বাতুল ইসলাম সবার বড় এবং বাকপ্রতিবন্ধী হারিয়ে যাওয়া পর অনেক খোঁজাখুঁজি করেছি তার কোনো সন্ধান পাইনি। থানায় জিডিও করেনি। এখন যেহেতু আমার ছেলের সন্ধান মিলছে সরকার কাছে আকুল আবেদন করছি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ইউপি চেয়ারম্যান আকিকুর রহমান হাওলাদার বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ মো. বাতুল ইসলাম সাঈদের ছবি দিয়ে সংবাদ প্রকাশ করায় আমরা ছবি দেখে নিশ্চিত হয়েছি এটা আমার ইউনিয়নের মো. ফারুক মিয়ার বড় ছেলে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড