শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রাম বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হুমায়ুন কবির (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত শুক্রবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার সময় উপজেলার প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নস্থ টইটং ব্রিজের পশ্চিম পাশে জনৈক কালুর দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি হুমায়ুন কবির কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকূল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম হালদারকুলের সাহেব মিয়ার পুত্র।
বাঁশখালী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদে খবর পেয়ে চৌকি তল্লাশি বসিয়ে ইয়াবাসহ হুমায়ুন কবির নামে ওই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধারা-২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণীর ১০(খ) রুজু করা হয়।
বাঁশখালীতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড