সুমন খান, লালমনিরহাট
শুক্রবার রাত ১১ টায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসূলগঞ্জ এলাকায় নিজ বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বীর মুক্তিযোদ্ধা, সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ওয়াজেদ আলী মিয়াকে (৭০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাত এগারোটার দিকে তার রাড়ির পাশেই অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন ওয়াজেদ আলী। এ সময় তাকে দ্রুত পাটগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে।
মৃত ওয়াজেদ আলী পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের মৃত্যু বছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড