শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদরের বাজিতখিলা প্রতাবিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত আব্দুর রফিক (৫৮)। তিনি ওই এলাকার মৃত শাহা ফকির মিয়ার ছেলে।
নিহতের পরিবারে বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়ার পরিবারের সাথে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত মামলা চলছিল। গতকাল বৃহস্পতিবার মামলার জামিনে আসে আব্দুর রফিক। এরপর রাত এগারোটায় খাবার খেয়ে বাড়ির বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল সে।
আজ শুক্রবার সকালে বাড়ির পাশের এক বাগানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল বলেন, নিহতের শরীরে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড