কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা)
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে হাফিজুল ইসলাম (৩৮) বহেরা গ্রামের নুরুল হাসান সরদারের ছেলে। বেনাপোল থানার সিআর ৮৭/২২ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন- দেবহাটা থানার ৭(০১)২৩ মামলার আসামি দক্ষিণ কুলিয়ার আফসার সরদারের ছেলে আব্দুল্যাহ সরদার (৪৫), দেবহাটা থানার জিআর ৯৩/১৩ মামলার আসামি বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার জিআর ১৯৫/২২ মামলার আসামি একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, দেবহাটা থানার সিআর ১৮১/২১ মামলার আসামি বালিয়াডাঙ্গার সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার এবং সাতক্ষীরা থানার সিআর ৪৪৮/২১ ও ৭৭৯/২০ মামলার আসামি মাঝ পারুলিয়ার মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে নূর মোহাম্মাদ।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড