আব্দুর রউফ রুবেল, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে (পারুলী ব্রিজ) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিয়াম (১৮) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং শাকিল হোসেন (১৮) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শাকিল হোসেন। তারা দুজনই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে খেজুরের রস খাওয়ার জন্য দুই মোটরসাইকেলে সাতজন ছেলে আসে। এক মোটরসাইকেলে তিনজন এবং অপর মোটরসাইকেলে চারজন ছিল। এ সময় তারা মোটরসাইকেল যোগে পাগলা ব্রিজে পৌঁছালে ব্রিজের রেলিংয়ের সাথে আঘাত লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক এবং আরোহী মারা যান। এ সময় সাথে থাকা অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড