কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান (রাজশাহী)
নওগাঁয় পানিতে ডুবে খাদিজা (৫) এবং আব্দুল্ল্যা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত খাদিজা নওগাঁ সদর উপজেলার চকপিয়ার গ্রামে মাদরাসা শিক্ষক রাসেলের মেয়ে এবং আব্দুল্যা একই এলাকার ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাদের বাড়ি সংলগ্ন জলাশয়ে এই ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে তারা খেলা করছিল। তাদের ধারণা- খেলার সময় তারা বাড়ির উঠান সংলগ্ন জলাশয়ে পরে গিয়ে এই মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফায়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সন্ধ্যার দিকে নিহত আব্দুল্যার মা ভাসমান অবস্থায় তার ছেলের লাশ উদ্ধার করে এরপর অনেক খোঁজাখুঁজি করে খাদিজার লাশ উদ্ধার করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড