সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে নসিমনের ধাক্কায় অন্তর হালদার (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৮ জানুয়ারি) সকালে উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়কে উপজেলার রহিমপুর গ্রামের এ ঘটনা ঘটে। এ সময় নসিমনের যাত্রীসহ আরও তিনজন আহত হন। নিহত অন্তর হালদার উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হালদারের ছেলে।
নিহত অন্তরের পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে অন্তর হালদারসহ আরও তিনজন সিএনজি চালিত অটোরিকশায় তাড়াশের মহিষলুটি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিলেন। এ সময় রহিমপুর গ্রামের পাশে অটোরিকশার পিছন থেকে একটি নসিমন ধাক্কা দিলে চালকের পাশে বসা অন্তর হালদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এক বছর আগে অন্তরের বাবা অনিল হালদারও একইভাবে মাছ নিয়ে ভ্যানরিকশায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মারা যান বলে জানান পরিবারের লোকজন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্তর হালদারের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড