আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের চাপায় সাথী আকতার (২২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে পশ্চিমে সফর আলী সড়কের রেললাইন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মহিলা উক্ত ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেছু তালুকদার বাড়ির সিরাজুল ইসলামের কন্যা।
জানা যায়, হাটহাজারীর সরকারহাট বাজার থেকে ভাই বোনে কেনাকাটা করে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সফর আলী সড়কের উক্ত স্থানে পৌঁছলে অসতর্কতা বশত মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে বিপরীতে মুখী একটি মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠা হয়ে ঘটনা স্থলে মারা যায়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে। উপস্থিত লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাশেম।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড