• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি

  আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)

১৮ জানুয়ারি ২০২৩, ১০:১৩
শীতকালীন সবজি চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি

চট্টগ্রামের রাউজানে শীতকালীন শাক-সবজি চাষে এবার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষকদের মাঠ এখন শীতকালীন সবজিতে সাজানো এক সবুজ বিপ্লব। কৃষকরা সকাল সন্ধ্যা পরিচর্যা আর বিকিনিতে ব্যস্ত সময় পাড় করছেন।

শীত মৌসুমি এ সবজি আবাদে বাম্পার ফলনে কৃষকরা ব্যাপক লাভবান হবেন এমনটাই প্রত্যাশা করছেন। কৃষকের ক্ষেতগুলোতে ফুলকপি, বাঁধাকপি, শালগম, বেগুন, মুলা, লাউ, মিষ্টি কোমড়া, বাদাম, সরিষা, বেগুন, টমেটো, ভুট্টো, সীমসহ নানা জাতের সবজি এবং নিচু জমিতে লাগানো হয়েছে কচু।

পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নে কমপক্ষে শতাধিক গ্রামের চিত্র এখন এমনটাই। পুরুষের পাশাপাশি ক্ষেতে কাজ করছেন অসংখ্য নারীরাও।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, সরকারের দেয়া উন্নত বীজ ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বহুমুখী সহায়তায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার অনেক পতিত জমিতে সবজি ক্ষেত হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি (শনিবার) খাসখালী খালের পাড়ে সবজি ক্ষেত পরিদর্শন করতে গিয়েছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। এ সময় তিনি শীতকালীন সবজির ব্যাপক ফলন দেখে কৃষকদের প্রশংসা করে কৃষকদের সাথে সবজি ক্ষেতে ছবি তোলেন। এরপর শরীফ পাড়া কৃষকদের আইপিএম ক্লাবের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।

কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এবার রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২শত ৭০ হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে। এর মধ্যে রাউজান শরীফ পাড়া এলাকায় কাসখালী খালের দু'পাড়ে ৪০ একর জমিতে অর্ধশতাধিক কৃষক সবজি চাষ করেছেন।

কৃষকরা রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করছেন জৈব সার, কীটনাশক ব্যবহারের পরিবর্তে মাঠে মাঠে বসিয়েছেন ক্ষতিকারক পোকা মারার ফাঁদ। কৃষি অফিস থেকে এখানকার কৃষকদের মাঠ পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শসহ নানা ধরনের সহায়তা প্রদান করা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড