এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এক হাজার ১০ পিস ইয়াবাসহ জোনায়েদ (৩৮) ও রিনা আক্তার (৩৪) নামের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত রবিবার (১৫ জানুয়ারি) উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া হাদী ফকিরহাট বাস স্টপেজের সামনে থেকে গ্রেফতার হয় এই দম্পতি। গ্রেফতার হওয়া জোনায়েদ কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার তরছঘাট ঘাটিয়ার চর এলাকার ফরিদ আলম প্রকাশ পুতু সওদাগরের পুত্র এবং জোনায়েদের স্ত্রী রিনা আক্তার।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাদি ফকিরহাট এলাকায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনে তল্লাশি চালালে জোনায়েদ ও রিনা দম্পতির কাছে ইয়াবা পাওয়া যায়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করে আসামিদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড