মো. মিজানুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের সাড়ে ১১ হাজার সরকারি বই পাচারের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।
এর আগে সুন্দরগঞ্জ উপজেলার সাড়ে ১১ হাজার সরকারি বই পাচারকালে গত রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ট্রাকের চালক শ্যামল (৩৪) ও হেলপার রাসেল মিয়াকে (৩০) বইসহ আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ।
পরবর্তীকালে আটককৃতদের দেওয়া তথ্য মতে- সুন্দরগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমান মাজেদকে (৪৫) গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মাহমুদ হোসেন মণ্ডল বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, বই পাচারের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মাজেদুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে
তিনি আরও বলেন, বইসহ আটক হওয়া ট্রাক চালক ও হেলপারকে সুন্দরগঞ্জ আনা হচ্ছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড