স্টাফ রিপোর্টার (নরসিংদী)
নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার সামসুর টেকে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেতাকর্মীরা জানান, এদিন বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পলাশ উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল হওয়ার কথা ছিল। এরপর দুপুরে মিছিলে অংশগ্রহণ করার জন্য পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান পাপন পলাশ উপজেলায় উপস্থিত হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে সামসুর টেকে নিয়ে গুলি করে।
পরে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নরসিংদী জেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘোড়াশাল পৌরসভা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ বলেন, তারা সবাই উপজেলার সামনে জড়ো হইলে ঘোড়াশাল পৌরসভার সাবেক ছাত্রলীগের সহ সভাপতি মো. রুবেল মিয়া দল বল নিয়ে আসে। পরে তাদেরকে এখানে পেয়ে মো. মোস্তাফিজুর রহমান পাপনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, আমরা ঘটনাটা শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনাই। তদন্ত চলতেছে আমরা ঘটনার সত্যতা পেলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড