শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কে ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০টি দোকানপাট উচ্ছেদ করেছে বাঁশখালী উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার (১৫ জানুয়ারি) বিকালে উপজেলার গুনাগরি বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম।
এ সময় উপজেলার গুনাগরি বাজার এলাকায় বাঁশখালী প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের প্রথম দিনে ২০টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী প্রধান সড়কের গুনাগরি বাজার এলাকায় সড়কের ফুটপাত দখল করে গড়ে উঠা দোকান সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। এরপরও তারা সরিয়ে নেয়নি। এ বাজারে নিত্যযানজট লেগে থাকে, চরম ভোগান্তিতে থাকে যাত্রী সাধারণ। প্রধান সড়কে যানজট নিরসনে জন ভোগান্তি কমাতে অচিরেই সমগ্র বাঁশখালীতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
এ সময় উচ্ছেদকৃত জায়গা ভবিষ্যতে অবৈধ দখল মুক্ত রাখার জন্য তারের নেট দিয়ে ঘিরে দেওয়া হয়।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড