মনিরুজ্জামান, নরসিংদী
নরসিংদীর মাধবদীতে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের কবলে পড়ে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
গত শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদী থানাধীন আলগী মনোহর পুর নতুন বাজারের হুমায়ুনের ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আব্দুল বাতেনকে (৭০) গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত আব্দুল বাতেন কুড়িগ্রাম জেলার অলিপুর থানার নয়ঘুরিয়া গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। সে দীর্ঘদিন ধরে মাধবদীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
মাধবদী থানার তদন্ত অফিসার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষক ও ধর্ষিতা দুজনে একই বাড়ির ভাড়াটিয়া। ঘটনার দিন গত ১৩ জানুয়ারি দুপুরে আশরাফুলের ছয় বছরের মেয়েকে আব্দুল বাতেন খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে শিশুটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির দেওয়া জবানবন্দি অনুযায়ী আব্দুল বাতেনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, পুলিশ ঘটনার সততা স্বীকার করে আসামির ব্যাপারে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড