কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯টি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়ি সীমান্তে এ অভিযান চালানো হয়।
গভীর রাতে অস্ত্রের চালান দেশে আসবে এমন খবরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে- এমন গোপন সংবাদ পেয়ে টহল কমান্ডার নায়েক ফারুক হোসেন সঙ্গীয় টহলদল নিয়ে সীমান্ত পিলার ৮৫/৮৬-টি এর কাছে শূন্য লাইন এলাকায় অবস্থায় নেয়। রাত ১১টার দিকে এক ব্যক্তি মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে বিজিবির সশস্ত্র টহলদল চোরাকারবারিকে ধাওয়া করে।
তখন ওই চোরাকারবারি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। সে বস্তার ভেতরের ৩টি কার্টুনের থেকে উদ্ধার করা হয় ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক শাহ মোহাম্মদ ইশতিয়াক পিএসসি জানান, এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এয়ারগানগুলো থানায় জমা দেয়া হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড