অধিকার ডেস্ক
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য সকাল সাড়ে ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে ৯টা ৫০ মিনিট থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল লম্বা হয়। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।
এর আগে সকাল সাড়ে ৬টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে একটি ফেরি আটকা পড়ে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড