সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় হীরা হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হীরা হোসেন উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলে চালিয়ে হীরা হোসেন পূর্ব দেলুয়ায় আসছিলেন। এ সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনকে শনাক্তের চেষ্টা চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড