মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে সরকারি খাস পুকুরপাড়ের গাছ বিক্রয় করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ৪ জানুয়ারি উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের টাকুরাই গ্রামের খোরশেদ আলমের ছেলে হাফিজার রহমান এবং তার ছেলে ও সহযোগীরা মিলে টাকুরাই মৌজার সরকারি খাস খতিয়ানভূক্ত বড়পুকুরপাড়ের ৬টি কড়ই গাছ, ২টি খেজুর গাছ ও ৩টি পাইকড় গাছ কেটে বিক্রয় করে আনুমানিক ৮০ হাজার টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় টাকুরাই গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠে।
টাকুরাই গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, গাছ কেটে অর্থ আত্মসাতের বিষয়ে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগেও তারা সরকারি রাস্তার গাছ কেটে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করে। আমরা এর বিচার চাই। এ জন্যই উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ করেছি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড