মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্য পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ইটভাটার মালিককে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
গতকাল বুধবার (১১ জানুয়ারি) পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আসিফ এবং প্রসিকিটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, পীরগঞ্জ উপজেলার মেসার্স এস বি এস ব্রিকস ভাটাকে এক লক্ষ টাকা, মেসার্স এস বি ব্রিকস ভাটাকে এক লক্ষ টাকা, মেসার্স ডি আর ব্রিকস ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা ও মেসার্স ৭ ব্রিকস ভাটাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এসব ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড