মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তারাবো সুপার নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সাংবাদিকদের কাচভে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ঘটনায় গুরুতর কেউ আহত হননি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালের দিকে চট্টগ্রামগামী লেন দিয়ে গার্মেন্টস শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ করে মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২০-২৫ জন শ্রমিক আহত হন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করলেও ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: odhi[email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড