হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রাম জেলায় টানা ৪দিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সাথে বইছে কনকনে ঠাণ্ডা হাওয়া। জনজীবনে পরছে ব্যাপক নেতিবাচক প্রভাব। দিনে সূর্যের খরতাপ আর রাতে প্রচণ্ড ঠাণ্ডায় কাহিল হয়ে পরছে সব শ্রেণির মানুষ।
আজ বুধবার সকালে কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, বুধবার হাসপাতালে নতুন করে আরও ১২৮ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে ডায়রিয়া আইসোলেশনে ৪০ জন ও শিশু ওয়ার্ডে ৭৭ জন ভর্তি আছে। মোট রোগী আছে ৩৪১ জন।
শীতজনিত কারণে কোনো রোগী মারা না গেলেও বুধবার ডায়বেটিকস ও এ্যাজমায় আক্রান্ত দুজনসহ এবং হার্টের একজন রোগী মারা গেছে বলে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের তথ্য প্রদানকারী নার্সিং সুপার জুলেখা বেগম নিশ্চিত করেছেন।
এ দিকে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বেড়ে গেলেও বিকালের পর থেকে তীব্র ঠাণ্ডায় দুর্ভোগে পরেছে শিশু, বৃদ্ধসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গত কয়েকদিনের প্রচণ্ড শীতের কারণে জেলার ৬৭৪টি ব্রয়লার ও লেয়ার মুরগীর খামারে দেড় শতাধিক মুরগী মারা গেছে বলে জানা গেছে বলে ফুলবাড়ী উপজেলার বৃহৎ খামারী মালিক বুলেট জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড