• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন 

  মনিরুজ্জামান, নরসিংদী

১০ জানুয়ারি ২০২৩, ১৫:৫২
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন 

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’, পুলিশ সপ্তাহ ২০২৩’র এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম’র দক্ষ নেতৃত্বের ফলে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ এ শ্রেষ্ঠত্ব অর্জন করে।

নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে পিপিএম নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার)।

এ দিকে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দক্ষতায় এবং যোগ্য নেতৃত্বে ও দিকনির্দেশনার ফলে জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় দেশের পুলিশ প্রশাসনে এ জেলার মুখ উজ্জ্বল করেছে। যা জেলাবাসীর অহংকার ও গৌরবের বলে দাবি সংশ্লিষ্টদের।

পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে ২০২২ সালের অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ক্যাটাগরিতে নরসিংদী জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুলিশ সুপার, কাজী আশরাফুল আজীমকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) পুলিশ সপ্তাহ ২০২৩ উদযাপন শেষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম নরসিংদী পুলিশ লাইন্সে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ সুপারকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. যায়েদ শাহরীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অপস্) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ভিএসবি) সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) এম শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড