রফিক, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্যাপুরে ডলার দেওয়ার নামে প্রতারণার মামলায় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্যাপুর থানার (ওসি) প্রদীপ কুমার রায়। তিনি জানান, গ্রেফতার আনাচ আলী ও সাদেকুল ইসলাম ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা ডলার দেয়াসহ বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতারণায় ঘটনায় তাদের বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি জানিয়েছেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ডলার প্রতারণার কথা স্বীকার করেছে। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা।
এর আগে গতকাল সোমবার বিকালে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- আনাচ আলী (৩৭) ও সাদেকুল ইসলাম (৩৫)। আনাচ আলী জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের মৃত্যু মকর আলীর ছেলে ও সাদেকুল ইসলাম একই ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামে জ্বালাল মিয়ার ছেলে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড