আনোয়ার পারভেজ, নাটোর
নাটোর সদরের ছাতনী ইউনিয়নের আগদিঘা এলাকার একটি বাড়ির পিছন থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ছাতনী ইউনিয়নের মাঝদিঘা এলাকার একটি বাড়ির পিছনে কালচে রঙয়ের শীতের জ্যাকেট পড়া এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।
এরপর নাটোর থানার পুলিশ গিয়ে রাতে লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার জানান, এলাকাবাসী বাবর আলীর বাড়ির পিছনের বাথরুমের পাশে কলা ও সুপারি গাছের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বাবর আলীর বৃদ্ধা মা ছাড়া এই বাড়িতে কেউ থাকে না। সকলে ঢাকায় থেকে গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে।
এ দিকে নাটোর থানার অফিসার ইনচার্জ মো. নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড