এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রয়োজনীয় বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস বিহীন ও হেলমেট না থাকার কারণে ১১ মোটরসাইকেল চালককে ছয় হাজার পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (৯ জানুয়ারি) বিকালে বোয়ালখালী উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
বোয়ালখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন বলেন, রেজিস্ট্রেশনের মেয়াদ ও ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১১টি মোটরসাইকেল আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ আইনে ওই ১১টি যানবাহন থেকে ছয় হাজার পাঁচশ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় তিনি সকলকে আইন মেনে যানবাহন চালানোর জন্য অনুরোধ জানান।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড