রফিক, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় ব্যাপারী চালিত অটোরিকশার যাত্রী দুলালী বেগম (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ছয়জন।
আজ সোমবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলালী বেগম একই উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আবু বকর মণ্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিমাগঞ্জ থেকে বালু বোঝাই একটি মিটি ট্রাক উপজেলার দিকে যাচ্ছিল। এসময় সোনারপাড়া মোড়ে আসলে একই দিকে যাওয়া একটি ইজিবাইককে (অটো) পিছন থেকে ধাক্কা দেয়। ইজিবাইকের যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড