মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারত থেকে আনা দুটি ভারতীয় গরু, চোরাকারবারিদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি নসিমন উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
গতকাল রবিবার (৮ জানুয়ারি) সকালে পাড়িয়া বিওপির ৩৮৬ পিলারের অভ্যন্তরে মিশনী গ্রাম হতে টহল বিজিবি তা উদ্ধার করে।
বিষয়টি পাড়িয়া বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার এনামুল হক নিশ্চিত করে বলেন, আটককৃত মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কাউকে আটক করা হয়নি। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাচালানের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড