রফিক, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে সরকারি ইউক্লিপটাস জাতে প্রায় ৬০টি গাছ জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গতকাল রবিবার বিকালে জব্দের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম। এর আগে শনিবার সদর উপজেলার মধ্যনারায়নপুর গ্রাম থেকে গাছগুলো জব্দ করা হয়। গাইবান্ধা সদর উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, মধ্যনারায়নপুর থেকে দুগার্পুর রাস্তার দুপাশ ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব গাছ লাগানো হয়। সেই গাছগুলো মধ্যনারায়নপুর গ্রামর (৫ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য কালাম মিয়া প্রশাসনর অনুমতি ছাড়াই এক ব্যবসায়ীর কাছ বিক্রি করন। ওই ক্রেতা শনিবার সকালে গাছ কাটা শুরু করন। পরে সন্ধ্যায় এলাকাবাসী গাছ কাটার বিষয়টি ইউএনওকে জানালে বল্লমঝাড় ইউপি চেয়ারম্যান গাছগুলো জব্দ করেন। ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, গাছ কাটার বিষয়টি আমি জানি না। ইউএনও সাহেবের নির্দেশে গাছগুলা জব্দ করা হয়েছে। এর মধ্যে কিছু গাছ জামতলা এলাকায় ও কিছু গাছ ইউনিয়ন পরিষদ কার্যালয় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য কালাম মিয়া গাছ কাটার অভিযোগ স্বীকার করে বলেন, ইউনিয়ন পরিষদ মিলেই গাছগুলো কাটা হয়েছে। তবে গাছ কাটার কোনো অনুমতি নাই।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড