খলিল উদ্দিন ফরিদ, ভোলা
ভোলায় মালবাহী ট্রলির ধাক্কায় মো. সেলিম (৩০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (৮ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে সদর উপজেলার ব্যাংকেরহাট বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
সেলিম সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের মো. নাছির মাঝির ছেলে।
ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল জানান, সেলিম চরগাজী থেকে যাত্রী নিয়ে ব্যাংকেরহাট বাজারে আসছিলেন। ওই এসময় ভোলা থেকে চালবোঝাই একটি ট্রলি ভেলুমিয়া বাজার এলাকায় পৌঁছালে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে অটোরিকশাচালক সেলিম নিহত হন। এ সময় একজন গুরুতর আহত হন।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এছাড়াও ট্রলিটি জব্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড