নাজির আহমেদ আল-আমিন, ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ঘটনাটি ঘটে।
ভৈরব রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আকবর হুসেন বলেন, ভৈরব রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করি। এ সময় মরদেহের মাথায় আঘাত রয়েছে এবং একটি হাত ও কোমর ভাঙা পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
তিনি জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট নেয়ার জন্য পিবিআইকে জানানো হয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করাসহ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে মরদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড