• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯  |   ২৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাটিবোঝাই ট্রাকের চাপে সড়কের বেহালদশা

  মো. হাছান, মনোহরগঞ্জ (কুমিল্লা)

০৮ জানুয়ারি ২০২৩, ১১:১৭
মাটিবোঝাই ট্রাকের চাপে সড়কের বেহালদশা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নে দলের দাপট খাটিয়ে ট্রাক দিয়ে মাটি কেটে ক্ষতি করছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে বিপর্যয়ে পড়ছে সাধারণ মানুষ।

পাকা সড়ক দিয়ে কাদা মাটি কেয়ারিং করিলে বিভিন্ন স্থানে রাস্তায় মাটি পড়ে দৈনিক হচ্ছে বিভিন্ন ছোটখাটো সড়ক দুর্ঘটনায়।

সরেজমিনে দেখা যায়, মৈশাতুয়া ইউনিয়ন নীলকান্ত কলেজ পাকা রাস্তা, বিপুলাসর ইউনিয়ন পূর্ব দক্ষিণ সাইকচাইল পাকা রাস্তা, সরসপুর ইউনিয়ন ভাউপুর থেকে চাঁদপুর পাকা রাস্তা, লক্ষণপুর ইউনিয়ন কাশিপুর বাজার থেকে লক্ষণপুর বাজার পর্যন্ত পাকা রাস্তাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে অবৈধ শত শত মাটির ট্রাক রাস্তা চলাচলে নষ্ট হচ্ছে সরকারের ব্যয়কৃত কোটি টাকার পাকা রাস্তা। এতে নেই কোনো প্রশাসনের ভূমিকা।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিউল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মাটি কাটার ট্রাকের বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ সাথে সাথে ট্রাকের ড্রাইভারকে ধরে থানা নিয়ে আসে। টোকেন সম্পর্কে জানতে চাইলে তিনি অবগত নন বলে ফোনটি কেটে দেন।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম কমলের কাছে জানতে চাইলে তিনি বলেছেন, আমরা প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান চালাচ্ছি।

উপজেলা বিভিন্ন ইউনিয়নে টোকেন ব্যবহার করে যেসব অবৈধ ট্রাক ও অটোরিকশা চলে এমন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এ সম্পর্কে অবগত নই। কে টোকেন দিচ্ছে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড